মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে: প্রেস সচিব
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, ‘‘গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি। ভোট দিতে এসে অনেকেই দেখেছে, তার ব্যালট আগেই চুরি হয়ে গেছে। কোথাও আবার ভোটারদের সামনেই ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। দেশের মানুষ মুখিয়ে আছে এই ইলেকশনের জন্য।’’
শুক্রবার (২৩ জানুয়ারি) মানিকগঞ্জের গড়পাড়া ইমাম বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের ওপর হামলা বিষয়ে প্রেস সচিব বলেন, ‘‘যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই ন্যক্কারজনক ও নিন্দনীয়। এ ঘটনায় পুলিশ মামলা করেছে, অনেকে গ্রেপ্তারও হয়েছে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা আশা করব, সবাই সেটি বজায় রাখবেন।’’
গণমাধ্যম সংস্কার নিয়ে তিনি বলেন, ‘‘তথ্য অধিকার আইনের (আরটিআই) আরো কিছু সহজ করা হয়েছে। সূচিপত্র কীভাবে হবে, প্রতিবেদন কীভাবে করবেন, কীভাবে তথ্যের ওপর আপনার অধিকার প্রতিষ্ঠিত করবেন—সেসব বিষয়ে একটা অধ্যাদেশ পাশ করা হয়েছে। এই সরকার ১৮ মাস ধরে দেশের দায়িত্বে আছে, এই সময়ের মধ্যে সবকিছু তো সম্ভব না। যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো নিয়ে সরকার কাজ করেছে।’’
ঢাকা/চন্দন/রাজীব