ঢাকা     শুক্রবার   ২৩ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে পথসভায় সালাহউদ্দিন আহমদ 

একটি গোষ্ঠী বিদেশি শক্তির গোলামি করে বিভ্রান্তির রাজনীতি করছে 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:৪৩, ২৩ জানুয়ারি ২০২৬
একটি গোষ্ঠী বিদেশি শক্তির গোলামি করে বিভ্রান্তির রাজনীতি করছে 

শুক্রবার চকরিয়া উপজেলায় নির্বাচনি পথসভা করেন কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী বিদেশি শক্তির গোলামি করে দেশে বিভ্রান্তি সৃষ্টির রাজনীতি করছে। 

তিনি বলেছেন, “জনগণ অতীতে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, ভবিষ্যতেও যেকোনো অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে একই পরিণতি নিশ্চিত করবে।”

শুক্রবার (২৩ জানুয়ারি) চকরিয়া উপজেলার মানিকপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন বা পঙ্গু হয়েছেন, তাদের প্রত্যাশা ছিল, একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র। সেই প্রত্যাশা পূরণ করাই এখন সময়ের দাবি। দেশে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে আর কখনো ফ্যাসিবাদের উত্থান ঘটতে না পারে। যারা একসময় ফ্যাসিবাদ কায়েম করেছিল, জনগণ তাদের প্রত্যাখ্যান করে দেশ ছাড়তে বাধ্য করেছে।”

তিনি বলেছেন, “আমরা রাষ্ট্রীয় মালিকানা ফিরে পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। এখন প্রয়োজন এই গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, যাতে দেশের প্রতিটি নাগরিক নিজেকে রাষ্ট্রের মালিক মনে করতে পারে। এ লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি স্বাধীন ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।”

বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি অতীতেও সংগ্রাম করেছে, এখনো সেই সংগ্রাম অব্যাহত আছে।”

তিনি বলেন, “জনগণকে ঐক্যবদ্ধ করে একটি সমৃদ্ধ, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদাসম্পন্ন ও সুবিচারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। সে লক্ষ্য পূরণে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিন।”

সভায় তিনি আরো বলেন, “উন্নয়ন ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি। যারা বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তির পক্ষে কাজ করেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে। অপরদিকে, একটি গোষ্ঠী বিদেশি শক্তির গোলামি করে দেশে বিভ্রান্তি সৃষ্টির রাজনীতি করছে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমাদের স্লোগান—সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ স্থানে রাখব। ইনশাআল্লাহ, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করব।”

সভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়