ঢাকা     শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনি প্রচারে গিয়ে

শিশু-কিশোরদের সঙ্গে ঘুড়ি উড়ালেন সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৭, ২৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:২৮, ২৩ জানুয়ারি ২০২৬
শিশু-কিশোরদের সঙ্গে ঘুড়ি উড়ালেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ নির্বাচনি প্রচারে গিয়ে শিশু-কিশোরদের সঙ্গে ঘুড়ি উড়িয়েছেন। এ-সংক্রান্ত কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দলীয় সূত্র জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে প্রচারে যান সালাহউদ্দিন আহমদ। এ সময় স্থানীয় শিশু-কিশোর এবং লবণের মাঠে গিয়ে চাষিদের সঙ্গে সেলফি তোলেন তিনি। কিশোররা স্লোগান দেয়, আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম।

আরো পড়ুন:

পরে সালাহউদ্দিন আহমদ লবণ চাষিদের সঙ্গে কথা বলেন। চাষিদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সমস্যা ও প্রত্যাশার কথাও শোনেন। প্রচারের একপর্যায়ে কিশোরদের কাছ থেকে একটি ঘুড়ি নিয়ে নিজ হাতে উড়িয়ে দেন তিনি।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন, ‘‘কিশোরদের স্লোগান ও প্রার্থীর সঙ্গে ঘুড়ি উড়ানোর দৃশ্য নির্বাচনি প্রচারে নতুন প্রাণ ও আনন্দের আবহ তৈরি করেছে। সালাউদ্দিনের এমন কার্যক্রমকে মানুষ ইতিবাচকভাবে নিচ্ছেন।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়