নির্বাচনি প্রচারে গিয়ে
শিশু-কিশোরদের সঙ্গে ঘুড়ি উড়ালেন সালাহউদ্দিন আহমদ
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ নির্বাচনি প্রচারে গিয়ে শিশু-কিশোরদের সঙ্গে ঘুড়ি উড়িয়েছেন। এ-সংক্রান্ত কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দলীয় সূত্র জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে প্রচারে যান সালাহউদ্দিন আহমদ। এ সময় স্থানীয় শিশু-কিশোর এবং লবণের মাঠে গিয়ে চাষিদের সঙ্গে সেলফি তোলেন তিনি। কিশোররা স্লোগান দেয়, আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম।
পরে সালাহউদ্দিন আহমদ লবণ চাষিদের সঙ্গে কথা বলেন। চাষিদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সমস্যা ও প্রত্যাশার কথাও শোনেন। প্রচারের একপর্যায়ে কিশোরদের কাছ থেকে একটি ঘুড়ি নিয়ে নিজ হাতে উড়িয়ে দেন তিনি।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন, ‘‘কিশোরদের স্লোগান ও প্রার্থীর সঙ্গে ঘুড়ি উড়ানোর দৃশ্য নির্বাচনি প্রচারে নতুন প্রাণ ও আনন্দের আবহ তৈরি করেছে। সালাউদ্দিনের এমন কার্যক্রমকে মানুষ ইতিবাচকভাবে নিচ্ছেন।’’
ঢাকা/তারেকুর/রাজীব