ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল: রেজাউল

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ২৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:১৪, ২৭ জানুয়ারি ২০২৬
ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল: রেজাউল

টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ‘‘ইসলামের নামে আমাদের ব্যবহার করতে চেয়েছিল, দলবদ্ধভাবে ইসলামের কল্যাণে বের হয়েছি। জনগণ এখন সচেতন, তারা সত্য ও নীতির রাজনীতিকে সমর্থন দেবে।’’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের শরিক ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে সেই জোট থেকে তারা বেরিয়ে এসেছি।  

আরো পড়ুন:

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘‘ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে। ইসলামী আন্দোলন দেশের মানুষের অধিকার ও ইসলামী মূল্যবোধ রক্ষায় আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।’’ 

পথসভায় বক্তারা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং ইসলামী আন্দোলনের নীতি ও আদর্শ তুলে ধরে ভোটারদের প্রতি সমর্থন কামনা করেন। 

টাঙ্গাইল-০৫ আসনে দলের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার জাকির হোসেন সবুজের সভাপতিত্বে অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। 
 

ঢাকা/কাওছার/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়