ঢাকা     মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাবিপ্রবির উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা কমিশন

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:১৬, ২৭ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবির উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পরিকল্পনা কমিশন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) “অধিকতর উন্নয়ন” শীর্ষক প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের আর্থ–সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম এবং বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) ড. শাহ্ মো. হেলাল উদ্দিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় ড. কাইয়ুম আরা বেগম ও ড. শাহ্ মো. হেলাল উদ্দিন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন।

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর এবং দিনাজপুরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

পরিদর্শনকালে উপাচার্য উচ্চশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গবেষণা কার্যক্রম জোরদারের বিষয়টি তুলে ধরেন। বিশেষ করে এগ্রিকালচার, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের গবেষণা মাঠ, পুকুর ও খামারের জন্য পর্যাপ্ত জায়গার সংকটের কথা উল্লেখ করে ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয়তার বিষয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক উন্নয়নে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫–২০২৬ অর্থবছরের সপ্তম সভায় ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি, আবাসন সুবিধা সম্প্রসারণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণা ও ল্যাবভিত্তিক সুবিধা আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা–গবেষণা পরিবেশ নিশ্চিত করতেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে ১২ তলা ছাত্র হল, ১২ তলা ছাত্রী হল, ১২ তলা শিক্ষক–কর্মকর্তা আবাসিক ভবন এবং ১২ তলা একাডেমিক ভবন। পাশাপাশি প্রশাসনিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ (চতুর্থ ও পঞ্চম তলা), দুই তলা বিশিষ্ট নিরাপত্তা অফিস কাম আনসার ব্যারাক, কনফারেন্স সুবিধাসহ জিমনেসিয়াম, মেডিকেল সেন্টারের উর্ধ্বমুখী সম্প্রসারণ (প্রথম ও দ্বিতীয় তলা) বাস্তবায়ন করা হবে।

এছাড়া তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, অফিস যন্ত্রপাতি ও আসবাবপত্র, আধুনিক ল্যাবরেটরি যন্ত্রপাতি সংযোজন, মসজিদের পার্শ্বীয় সম্প্রসারণ, বাউন্ডারি ওয়াল নির্মাণ, অভ্যন্তরীণ আরসিসি রাস্তা, সারফেস ড্রেনেজ সিস্টেম, গভীর নলকূপ, অভ্যন্তরীণ পানি সরবরাহ লাইন, ৫০০ কেভিএ সাব-স্টেশন স্থাপনসহ ভূমি উন্নয়ন ও বৃক্ষরোপণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে এই প্রকল্পে।

ঢাকা/সাকিব/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়