ঢাকা     শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রচারে বাধা ও হত্যার হুমকির অভিযোগ নিয়ে থানায় তাহেরী

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৮, ৩০ জানুয়ারি ২০২৬  
প্রচারে বাধা ও হত্যার হুমকির অভিযোগ নিয়ে থানায় তাহেরী

মো. গিয়াস উদ্দিন তাহেরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী তার নির্বাচনি প্রচারে বাধা ও হত্যার হুমকির অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে চুনারুঘাট থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানান তিনি।

আরো পড়ুন:

পরে মো. গিয়াস উদ্দিন তাহেরী থানার সামনে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার দুই কর্মী চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় মাইক দিয়ে মোমবাতি প্রতীকের প্রচার চালাচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে মাইক ছিনিয়ে নেয়। একইসঙ্গে ওই এলাকায় পুনরায় প্রচার চালালে হত্যার হুমকি দেওয়া হয়।

তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থ জড়িত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে শক্তি প্রদর্শনের এ ধরনের ঘটনা বহুল প্রত্যাশিত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।“ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেছেন, “গিয়াস উদ্দিন তাহেরীর মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে (তাহেরী) লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

হবিগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এ আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির এস এম ফয়সল (ধানের শীষ), খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের (দেওয়াল ঘড়ি), ইসলামিক ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন (মোমবাতি), বাসদের মো. মুজিবুর রহমান (মই), ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল), সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি), মুসলিম লীগের শাহ মো. আল আমিন (হারিকেন) এবং স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ও এস এ সাজন (ফুটবল)।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়