ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনের পরদিনই অঙ্গীকার ভুলে যায় আ.লীগ: হাফিজ উদ্দিন 

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১১ মার্চ ২০২৩  
নির্বাচনের পরদিনই অঙ্গীকার ভুলে যায় আ.লীগ: হাফিজ উদ্দিন 

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ নির্বাচনী অঙ্গীকার নির্বাচনের পরদিনই ভুলে যায়। তারা মনোনিবেশ করে লুণ্ঠনে। তারা এ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশে আজ কোনো গণতন্ত্র নেই।’

শনিবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তেল, গ্যাস বিদ্যুতসহ নিত্যপণ্যের দাম কমানো, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। 

আরো পড়ুন:

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই সরকার আতঙ্কিত। তারা জানে তাদের সময় শেষ হয়ে এসেছে। বাংলাদেশে অত্যাচার ও নির্যাতন করে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না। বাংলাদেশে অতীতে কোনো আন্দোলন ব্যার্থ হয়নি। আমাদের আন্দোলনও ব্যার্থ হবে না। অল্প সময়ের মধ্যেই গণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।’ 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করেছে। আফ্রিকার জঙ্গলে মানুষের যে অধিকার আছে স্বাধীন বাংলাদেশে সেই অধিকার নেই। এখন বিশ্বের সব দেশে বাংলাদেশের একটা বদনাম ছড়িয়ে গেছে, সেটা হলো লুণ্ঠন কারিদের দেশ হিসেবে।’

জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক  শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন অর রশি ট্রুম্যান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক , ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ প্রমুখ। 

মনজুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়