ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবিতে হল ছাড়ার নোটিশ ঘিরে বিতর্ক

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ৫ জানুয়ারি ২০২৬  
চবিতে হল ছাড়ার নোটিশ ঘিরে বিতর্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান হলে স্নাতকোত্তর পরীক্ষার্থী আবাসিক শিক্ষার্থীদের ফল প্রকাশের আগেই জোরপূর্বক হলত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে হল প্রভোস্টের বিরুদ্ধে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে চবি শাখা ছাত্রদল।

সোমবার (৫ জানুয়ারি) শাখা দপ্তর সম্পাদক আবু হাসনাত মো. রুকনুদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

আরো পড়ুন:

বিবৃতিতে বলা হয়, হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দীনের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত ও নিয়মবহির্ভূত নোটিশের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার লঙ্ঘন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় আসন বরাদ্দ নীতিমালা অনুযায়ী, মাস্টার্স পরীক্ষার ফল প্রকাশের আগ পর্যন্ত শিক্ষার্থীদের ছাত্রত্ব ও আবাসিক বৈধতা বহাল থাকে। অথচ ভাইভা বা পরীক্ষা শেষ হওয়ার অজুহাতে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা সম্পূর্ণ নিয়মবহির্ভূত ও অমানবিক।

বিবৃতিতে আরো বলা হয়, নীতিমালার ২০(ঙ) ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে; ফল প্রকাশের পরই কেবল আসন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। সেখানে জোরপূর্বক উচ্ছেদের কোনো বিধান নেই। তবুও ব্যক্তিগত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলছে।

বাধ্য হয়ে হল ছাড়তে হওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আপেল মাহমুদ বলেন, “প্রভোস্ট যুক্তিসংগত মতামত গ্রহণে অনিচ্ছুক। মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার আগেই নোটিশ পাওয়ায় বাধ্য হয়ে হল ছাড়তে হয়েছে।”

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী গাদ্দারী কুহু বলেন, “হল ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। থিসিসের বিষয়টি জানালে প্রভোস্ট তাকে আবেদন করতে বলেন।”

অভিযোগ প্রসঙ্গে হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দিন বলেন, “নীতিমালার ২০(গ) ও ২৪ ধারা অনুযায়ী পরীক্ষা শেষ হলে তাগিদ দেওয়ার জন্য নোটিশ দেওয়ার এখতিয়ার রয়েছে। তিনি কাউকে জোরপূর্বক বের করে দেননি।”

শিক্ষার্থীদের কোনো সমস্যা থাকলে সরাসরি জানাতে পারতেন। সবার কক্ষে গিয়ে জানানো সম্ভব নয় বলেই নোটিশ দেওয়া হয়েছে, বলেও জানান তিনি।

এ বিষয়ে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “হল সংসদ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেই সংগঠনের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়েছে।”

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়