ঢাকা     সোমবার   ১২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী নেত্রীদের ওপর সাইবার বুলিং ও হুমকির নিন্দা চাকসুর

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ১২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১০:২০, ১২ জানুয়ারি ২০২৬
নারী নেত্রীদের ওপর সাইবার বুলিং ও হুমকির নিন্দা চাকসুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নারী শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত সাইবার বুলিং, চরিত্রহনন এবং প্রাণনাশের হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

রবিবার (১১ জানুয়ারি) চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে প্রত্যক্ষ যোগসাজশের অভিযোগে অভিযুক্ত হাসান মোহাম্মদ রোমানকে প্রশাসনের পক্ষ থেকে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এই ঘটনার প্রতিবাদ করায় চাকসুর সহ ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা ও অন্যান্য নারী নেত্রীদের লক্ষ্য করে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাইবার হামলা শুরু করে।

চাকসু অভিযোগ করেছে যে, বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে নারী নেত্রীদের ব্যক্তিগত ছবি ব্যবহার করে চরম অশ্লীল, নারী-বিদ্বেষী এবং সহিংস ভাষায় আক্রমণ চালানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্যানুযায়ী, নারী নেত্রীদের ‘মবস্টার’, ‘সন্ত্রাসী’ ও অত্যন্ত কুরুচিপূর্ণ বিশেষণে ভূষিত করা হচ্ছে।

অভিযোগে আরো বলা হয়, বিষয়টি কেবল মানহানিতে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি হত্যার হুমকি এবং শারীরিক ক্ষতির ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, যা প্রচলিত আইনে সরাসরি ফৌজদারি অপরাধ।

চাকসু স্পষ্ট উল্লেখ করে বলে, অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো অপরাধ নয় বরং এটি নাগরিক ও নৈতিক অধিকার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারী নেত্রীদের ভয় দেখিয়ে রাজনৈতিক বা আদর্শিক প্রতিহিংসা চরিতার্থ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই আক্রমণ শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ এবং নারীর নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। ঘৃণা ও গুজবের মাধ্যমে ছাত্র রাজনীতিকে কলুষিত করার অপচেষ্টা বন্ধ করতে হবে।

চাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানিয়ে বলে, “অবিলম্বে যাতে এই সাইবার বুলিং ও হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।”

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের মৌলিক দায়িত্ব উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “চাকসু কোনো ধরনের সন্ত্রাস বা ভয়ভীতির কাছে নতি স্বীকার করবে না।”

ঢাকা/মিজানুর/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়