চাকসুর উদ্যোগে চবিতে ফ্রি লিগ্যাল এইড সেল চালু
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) উদ্যোগে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফ্রি লিগ্যাল এইড সেল গঠন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে সকল আইনী পরামর্শ ও সহায়তা পাবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের সভাকক্ষে সেলটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ এবং ফ্রি লিগ্যাল এইড সেলের সঙ্গে যুক্ত সুপ্রিমকোর্ট ও চট্টগ্রাম জজ কোর্টের বিভিন্ন আইনজীবীগণ।
সেলটিতে যুক্ত রয়েছেন দেশের বিজ্ঞ আইনজীবীরা। এরমধ্যে উল্লেখযোগ্য হলেন; বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসাইন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এছাড়া, সুপ্রীম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্টের মোট ২০ জন আইনজীবী এই সেলের সঙ্গে যুক্ত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করতে চাকসুর এই উদ্যোগ সারাদেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই আইনজীবীদের সহযোগিতা নিতে পারবে; যা তাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন ও শক্ত কণ্ঠস্বর হতে সহায়তা করবে।”
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “চাকসু ফ্রি লিগ্যাল এইড সেল গঠন ছিল আমাদের নির্বাচনি ইশতেহারগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের ইশতেহার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের যেকোনো সমস্যার কার্যকর ও টেকসই সমাধানে চাকসু সর্বদা পাশে থাকবে, ইনশাআল্লাহ।”
ঢাকা/মিজানুর/জান্নাত