ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবিতে শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করা নিন্দনীয় অপরাধ: ঢা‌বি সাদা দল

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ২২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:১৩, ২২ সেপ্টেম্বর ২০২৫
রাবিতে শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিত করা নিন্দনীয় অপরাধ: ঢা‌বি সাদা দল

ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, প্রক্টর মাহবুবুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। 

সোমবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃ‌তি‌তে এ কথা জানায় ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। 

আরো পড়ুন:

এক বিবৃতিতে সাদা দ‌লের নেতৃবৃন্দ ব‌লেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের নামে একটি বিশেষ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা যেভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টর ও অন্যান্য কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে, তা আমাদের ব্যথিত করেছে। কোনো সভ্য সমাজে এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য।

নেতৃবৃন্দ বলেন, প্রক্টর মাহবুবুর রহমানের ঘড়ি ও প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া, সাধারণ ছাত্রদের ব্যানারে শিবিরের গুপ্ত কর্মীরা উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে, যা প্রশাসনিক কর্তব্য পালনে ব্যাহত হয়েছে। এই ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও শিক্ষাগত পরিবেশের জন্য এক গভীর হুমকি। শিক্ষক, প্রশাসক ও শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধা ও আইনের সীমার মধ্যে থেকেই যে কেউই তার মতামত প্রকাশ বা আন্দোলন করতে পারবে- তা অবশ্যই স্বীকৃত পদ্ধতিতে। কখনোই হিংসা, অবরুদ্ধকরণ বা সম্পত্তি ধ্বংসের দিকে যেতে পারে না।

ঢাবি সাদা দলের নেতারা বলেন, ঘটনার অবিলম্বে স্বাধীন, নিরপেক্ষ এবং সক্রিয় তদন্ত করতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্তৃপক্ষ নিশ্চিত করবেন যে, ভবিষ্যতে এমন কোনো ঘটনা হবে না। শান্তি ও আইনের শাসন বজায় রাখার জন্য সকল পক্ষ সচেতন হবে। শিক্ষার্থীদের আন্দোলনের অধিকার স্বীকৃত, তবে তা শান্তিপূর্ণ ও আইনি পথে হওয়া উচিত; প্রশাসন ও শিক্ষকরা পরিবেশ তৈরিতে সহযোগিতা করবেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়