ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাকসু 

‘শংসপ্তক পর্ষদ’ এর জিএস প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৮:০০, ১১ সেপ্টেম্বর ২০২৫
‘শংসপ্তক পর্ষদ’ এর জিএস প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জাকসুতে বামপন্থি ‘শংসপ্তক পর্ষদ’ এর জিএস প্রার্থী জাহিদুল ইসলাম ইমন ফেসবুক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

আরো পড়ুন:

ফেসবুক তিনি লিখেছেন, ‘ছাত্রী সংস্থার মেয়েদের জাল ভোটের একটি অভিযোগ পাওয়া গেছে ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে। ভোট দেওয়ার জায়গায় পূরণকৃত ব্যালট পাওয়া গেছে। শহীদ সালাম বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ জন হলেও ভোটকেন্দ্রে মোট ব্যালট পেপার গেছে ৪০০টি।’

তিনি আরো লিখেছেন, ‘ভোটার তালিকায় ছবি যুক্ত করা হয়নি। যে কেউ এসে ভোট দিয়ে যাচ্ছে। রফিক-জব্বার হলে তার প্রমাণ ও মিলেছে। প্রতিটি হলেই বিভিন্ন সংগঠনের বহিরাগতের অবস্থান দেখা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ পরিলক্ষিত হয়েছে।’

তিনি আরো লিখেছন, ‘এছাড়া অন্যান্য অভিযোগও আমরা দেখতে পেয়েছি। এমতাবস্থায় সংসপ্তক পর্ষদ নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছে।’

তিনি বলেন, “আমরা জাকসুতে অংশগ্রহণকারী সব প্যানেল ও শিক্ষার্থীদের আহ্বান জানাব, আসুন সকল ভেদাভেদ ভুলে এই অনিয়মের প্রশাসন ও ছাত্র শিবিরের এই ভোট ডাকাতির চক্রান্তকে সকলে একতাবদ্ধ হয়ে প্রতিহত করি।”

ঢাকা/সাব্বির/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়