ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবিতে মাদক সেবন ও র‍্যাগিং করলেই বহিষ্কার

জাবি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২০ সেপ্টেম্বর ২০২৫  
জাবিতে মাদক সেবন ও র‍্যাগিং করলেই বহিষ্কার

ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিং ও মাদকদ্রব্য প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (২০ সেপ্টেম্বর) এ নিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা চেয়ে দুইটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাবি প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম।

আরো পড়ুন:

র‍্যাগিং প্রতিরোধ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৫(ঘ) ও ৫(ঙ) ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে, ক্যাম্পাস, বিভাগ বা হলের ভেতরে টিজ, র‍্যাগিং বা নির্যাতনমূলক কর্মকাণ্ডে জড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি সাময়িক বহিষ্কার থেকে স্থায়ী বহিষ্কার পর্যন্ত হতে পারে।

মাদকদ্রব্য প্রতিরোধে প্রকাশিত অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, একই অধ্যাদেশের ৫(দ) ধারা অনুযায়ী কোনো শিক্ষার্থী ক্যাম্পাস, বিভাগ, ইনস্টিটিউট বা আবাসিক হলে দেশি-বিদেশি মাদকদ্রব্য যেমন মদ, গাঁজা, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা কিংবা অন্য কোনো মাদক সেবন, গ্রহণ বা ব্যবসা করতে পারবে না। এ ধরনের অপরাধে সর্বোচ্চ শাস্তি বহিষ্কার ও আর্থিক জরিমানা হতে পারে।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়