শিক্ষার্থীদের সুবিধায় বিভাগীয় শহরে যাচ্ছে জাবির বাস
জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম এবং লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১১ দিনের ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফলে এরই মধ্যে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। তবে এবার শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ বিভাগ পর্যন্ত দুটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিআরটিসি মিরপুর ডিপোর ম্যানেজার অপারেশনস, জাবি পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় জেলা সমিতির সভাপতি-সেক্রেটারি ও জাকসুর নব-নির্বাচিত প্রতিনিধিরা।
জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান বলেন, “সভায় শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় এই পূজার ছুটিতে পরীক্ষামূলকভাবে ময়মনসিংহ বিভাগে জাকসুর উদ্যোগে বাস সুবিধার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাকি বিভাগগুলোর চাহিদার ব্যাপারে খসড়া করা হয়েছে৷ আশা করি, সামনের ঈদের ছুটিতে বাকি বিভাগগুলোয় পর্যাপ্ত সংখ্যক বাস সার্ভিস দেওয়া সম্ভব হবে।”
তানভীর রহমান জানান, ময়মনসিংহের উদ্দেশে বিআরটিসির বাসগুলো গত শুক্রবার সকাল ৮টা ও সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে ছেড়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ময়মনসিংহের বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, “জাকসুর এই উদ্যোগ আসলেই প্রশংসনীয়। বন্ধে সবাই বাসায় যায়। কিন্তু দূরপাল্লার বাসের টিকিট আগে বুকিং থাকায় অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। বিশ্ববিদ্যালয় থেকে বাস দিলে সকলেই নিরাপদ ও শান্তিতে বাসায় যেতে পারবে।”
ঢাকা/আহসান/সাইফ