ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গ্লোবাল স্কলারশিপ ২০২১ ঘোষণা করেছে কোরিয়া

মো. মঈন ঊদ্দিন সাব্বির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ২৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৪:৪৪, ২৭ ফেব্রুয়ারি ২০২১
গ্লোবাল স্কলারশিপ ২০২১ ঘোষণা করেছে কোরিয়া

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় দক্ষিণ কোরিয়া অনেকটাই এগিয়ে থাকে। স্কলারশিপ, উন্নত শিক্ষাব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ ও সুযোগ-সুবিধার কারণে কোরিয়ার প্রতি শিক্ষার্থীদের থাকে বেশ ঝোঁক। 

নিজেদের শিক্ষাব্যবস্থাকে বহির্বিশ্বের সঙ্গে ব্র্যান্ড হিসেবে পরিচিতি এবং অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রক্ষায় প্রতি বছরের মতো এবছরও কোরিয়ান সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য গ্লোবাল কোরিয়া স্কলারশিপ-২০২১ (GKS-2021) এর অধীনে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, পোস্ট-ডক পর্যায়ের আবেদন নেওয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় যেসব সুবিধাপ্রাপ্ত হবে তা হচ্ছে-  

১. রিটার্ন এয়ার টিকেট।

২. সেটেলমেন্ট ভাতা হিসেবে ২ লাখ কোরিয়ান ওন দেওয়া হবে।

৩. মাসিক ভাতা হিসেবে প্রত্যেক ডিগ্রি প্রোগ্রামের শিক্ষার্থীকে ৯ লাখ কোরিয়ান ওন ও রিসার্চ প্রোগ্রামের ক্ষেত্রে ১৫ লাখ ওন দেওয়া হবে।

৪. বিনামূল্যে ১ বছর কোরিয়ান ভাষা শেখার সুযোগ।

৫. মেডিক্যাল ইন্স্যুরেন্স হিসেবে প্রতি মাসে ২০,০০০ কোরিয়ান ওন প্রদান করা হবে।

উক্ত সুবিধার সঙ্গে কিছু শর্ত আরোপ করা হয়েছে। সেগুলো হচ্ছে-

১. কোরিয়ান নাগরিকত্ব থাকা যাবে না।

২. স্নাতকে আবেদনকৃতদের বয়স ২৫ বছর এবং স্নাতকোত্তরে আবেদনকৃতদের বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। 

৩. ইতোমধ্যে যারা কোরিয়াতে ডিগ্রি সম্পন্ন করেছেন, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না।

৪. ৩১ ডিসেম্বর, ২০২০ এর পূর্বেই স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করতে হবে।

৫. শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

যারা আবেদন করতে ইচ্ছুক, তাদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ-

১. আবেদন ফরম

২. দুটি রিকমেন্ডেশন লেটার

৩. GSK এপ্লিকেন্ট এগ্রিমেন্ট

৪. ব্যক্তিগত মেডিক্যাল এসেসমেন্ট

৫. সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট

৬. আবেদনকারী ও তার পিতামাতার বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ

৭. TOPIK / TOEFL বা IELTS (যদি থাকে)

আবেদন এবং বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন-
https://www.studyinkorea.go.kr/en/sub/gks/allnew_invite.do

ঢাকা/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়