ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবিতে ২ মাসব্যাপী ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট শুরু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ২৭ আগস্ট ২০২৫  
রাবিতে ২ মাসব্যাপী ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই মাসব্যাপী ‘ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট-২০২৫’ শুরু হয়েছে। ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব), রাজশাহী ডিভিশনের আয়োজনে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে ইউনিস্যাবের রিজিওনাল সেক্রেটারি শিহাব মিয়া উৎসবের বিস্তারিত তুলে ধরেন। 

আরো পড়ুন:

লিখিত বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ দ্রুত উন্নয়ন, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক সংযোগের নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এই অগ্রযাত্রার মূল চালিকাশক্তি তরুণ সমাজ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করাই আমাদের মূল লক্ষ্য। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, সৃজনশীলতা ও কৌশলগত দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে।”

তিনি বলেন , ‘‘তরুণদের প্রতিভা বিকাশে উৎসবে রাখা হয়েছে তিনটি ভিন্নধর্মী সেগমেন্ট—বিজনেস কেস কম্পিটিশন, ক্রিয়েটিভ কনটেন্ট রাইটিং এবং প্রোমো অ্যাড মেকিং। উৎসবের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ১ নভেম্বর। বিজনেস কেস কম্পিটিশনের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং বাকি দুটি সেগমেন্টে বিজয়ীরা পাবেন ৫০ হাজার টাকা করে পুরস্কার।’’ 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের ডিপুটি রিজিওনাল সেক্রেটারি জারিন তাসনিম কেয়া, মোহাম্মদ বাধনসহ বিভিন্ন কো-অর্ডিনেটর। এছাড়া বার্লো কমিউনিকেশন্সের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

ঢাকা/কেয়া /বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়