ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্বসেরা র‍্যাংকিংয়ে নোবিপ্রবির ১১ গবেষক 

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১১ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:৪১, ১১ ডিসেম্বর ২০২১
বিশ্বসেরা র‍্যাংকিংয়ে নোবিপ্রবির ১১ গবেষক 

বিশ্বসেরা গবেষক র‍্যাংকিং ২০২২-এ  নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১১ গবেষক স্থান পেয়েছেন। এডি সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত র‍্যাংকিংয়ে বাংলাদেশের ১৮৬৩ জন গবেষক স্থান পেয়েছেন।

শনিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়। র‍্যাংকিংয়ে বিশ্বের ২১২টি দেশের মোট ৭ লাখ ১১ হাজার ৫৬৮ জন গবেষকের তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় স্থান প্রাপ্ত নোবিপ্রবির গবেষকদের মধ্যে ফিমস বিভাগের ১ জন, ফার্মেসি বিভাগের ৪ জন, অণুজীববিজ্ঞান বিভাগের ১ জন, এসিসিই বিভাগের ১ জন, ওশানোগ্রাফিক বিভাগের ১ জন, ইইই বিভাগের ১ জন, ইএসডিএম বিভাগের ১ জন, বিবিএ বিভাগের ১ জন রয়েছেন।

নোবিপ্রবির গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন ফিমস বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসেন, ২য় ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, ৩য় ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদ  সারোয়ার, ৪র্থ ওশানোগ্রাফিক বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল মমিন সিদ্দিক, ৫ম অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ৬ষ্ঠ স্থানে রয়েছেন ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, ৭ম স্থানে রয়েছেন ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম, ৮ম স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক অভিজিত দাশ, ৯ম স্থানে রয়েছেন বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, ১০ম স্থানে ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এবং ১১তম স্থানে এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক শফিউল ইসলাম।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইন্ডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে ১২টি ক্যাটাগরিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

বাংলাদেশের ১৮৬৩ জন গবেষকের মধ্যে নোবিপ্রবির গবেষকদের অবস্থান ১১০তম ফিমস বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসেন, ১৫৭তম ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, ২২৭তম ফার্মেসি বিভাগের  সহযোগী অধ্যাপক ড. শহীদ সারোয়ার, ৪৫০তম ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল মমিন সিদ্দিক, ৪৭৮তম অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ৫৯৬তম ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ, ৭৭৯তম ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম। 

এ ছাড়াও, ৮২৪তম ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক অভিজিত দাশ, ৮৫৮তম বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, ১৪২৫তম ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান এবং ১৬৫৭তম এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিউল ইসলাম।

ফাহিম/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়