ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবির বিজনেস ক্লাবের নেতৃত্বে শাহেদ-শাহরিয়ার

ইমন ইসলাম, জাবি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ১৩ ডিসেম্বর ২০২১  
জাবির বিজনেস ক্লাবের নেতৃত্বে শাহেদ-শাহরিয়ার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ফোরাম অব এন্টারপ্রেনারশিপ অ্যান্ড বিজনেস (এফইবি-জেইউ)-এর ২০২০-২০২১ সালের জন্য ২৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। 

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী শাহেদ আহমেদ এবং সম্পাদক হয়েছেন একই ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হাসিনরিয়ার। 

আরো পড়ুন:

সোমবার (১৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

এফইবি-জেইউ’র প্রতিষ্ঠাকালীন সদস্য, উপদেষ্টা সদস্য এবং ক্লাবটির সদ্য বিদায়ী সভাপতি আশফাকুর রহমান ও সহ-সভাপতি শায়লা মাহজাবিন অদিতির উপস্থিতিতে কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী তাহিয়া তাসনিম রিন্তি, মার্কেটিং বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী ফাহিম হাসান অমি ও ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আল শাহরিয়ার আম্মার। যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই ব্যাচের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহানা আহম্মেদ রামিছা ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সৌমিক সিদ্দিক প্লাবন। 

এছাড়াও নতুন এই কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৭ ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিপা দেপী। সহ-কোষাধ্যক্ষ হয়েছেন ৪৮ ব্যাচের সাবেকুন নাহার কাজল। কমিটিতে আরো আছেন সাজিয়া মাহজাবীন অরিন (হেড অব অ্যাডমিনিস্ট্রেশন), ইরফান উল কিবরিয়া (হেড অব অপারেশনস), ফাতেমা তুজ জাহরা (হেড অব কমিউনিকেশনস), মোহাম্মদ রাফি রহমান (হেড অব পাবলিকেশনস) ও রায়হান ফেরদৌস রাব্বি (হেড অফ প্রোমোশন) ।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন প্রিয়া সাহা (অ্যাডমিনিস্ট্রেশন), তানজিয়া মেহনাজ (অ্যাডমিনিস্ট্রেশন) , রুবাইয়্যাত ওমর যীশু (অপারেশনস), মোহাম্মদ আরিফ (অপারেশনস), একা রানী রায় (কমিউনিকেশনস), সোয়েব ইউলাদ (পাবলিকেশনস), সায়েম মোহাম্মদ সাদাত আবু (পাবলিকেশনস), আশরাফুল আলম (প্রোমোশন) এবং ইফাত আমিন (প্রোমোশন)।

ইমন/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়