নতুন নেতৃত্বে পেলো বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি
বাঙলা কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস)’র কার্যনির্বাহী কমিটি (২০২৩-২৪) গঠিত হয়েছে। এতে সভাপতি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আরিফ খাঁন রাব্বি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইহতি শামুন।
বুধবার (২২ মার্চ) কলেজ প্রশাসন ভবনের তৃতীয় তলায় ‘মহান স্বাধীনতা দিবস’ ৫ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মিটুল চৌধুরী, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস এম মাহবুবুল আলম, ডিবেটিং সোসাইটির উপ-পরিচালক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ কাওসার।
কমিটির অন্য সদস্যরা হলেন-
সহ সভাপতি শামিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আজ নাইন, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সাদী, সাংগঠনিক সম্পাদক-২ ফারজানা আক্তার লিমা, অর্থ সম্পাদক জামিল আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক ইসরাত জাহান ইলা, কার্যনির্বাহী সদস্য নুসরাত জাহান নাইস, রাবেয়া বর্শিরি সাথী, সোহান।
ঢাকা/এনএইচ
আরো পড়ুন