ঢাকা     মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৮ ১৪৩০

ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট

আইইউবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২৮ মে ২০২৩   আপডেট: ১৬:২৪, ২৮ মে ২০২৩
ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজিত ফুটসাল টুর্নামেন্ট

ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে (আইইউবি) আইন বিভাগের আয়োজনে প্রথমবারের মতো ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) ৭টি দল নিয়ে দুটি গ্রুপে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই আসরের অন্যতম সেরা দুই দল- টিম অ্যালামনাই অ্যাভেঞ্জারস এবং টিম অ্যাডভোকেট। ফাইনালে উঠার পথে টিম অ্যাডভোকেট সেমিফাইনালে টিম ব্লুলকে ট্রাইবেকারে ৩-১ গোলে পরাজিত করে এবং টিম অ্যালামনাই সেমিফাইনালে টিম প্যারালিগাল ক্যাসেলকে ৩-২ গোলে পরাজিত করে।

ফাইনাল খেলার প্রথমার্ধে দারুনভাবে আক্রমণ শুরু করে টিম অ্যালামনাই। তবে টিম অ্যাডভোকেটের গোল পোস্টে বল জড়াতে পারেনি তারা।

খেলার দ্বিতীয়ার্ধে ম্যাচের পরিস্থিতি পাল্টে যায়। বারবার বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় টিম অ্যাডভোকেট। আক্রমণ ও পাল্টা আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে টিম অ্যালামনাই। দুই দলের খেলোয়াড়রা গোল দেয়ার জন্য প্রাণপণে চেষ্টা করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে টিম অ্যালামনাই এর তুষারের পায়ে থেকে কাঙ্ক্ষিত গোলের দেখা মিলে। শেষ পর্যন্ত ১-০ গোলে ফাইনালে বিজয়ী লাভ করে টিম অ্যালামনাই। ৫টি গোল করে এই আসরের সেরা খেলােয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তুষার। এছাড়াও সেরা গোলকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন রার্নাসআপ দলের কাজী আরিফ হোসেন বিল্লাহ।

প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন আইন বিভাগের প্রফেসর ড. হাসান আল ফারুক ইমরান, নাবিলা তাহসিন ফারহা এবং ড. আবদুল আওয়াল। এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ল’ সোসাইটির অন্যতম সদস্য মো. সালেমুন ইসলাম, অমিত দাশ এবং তানজিদ শেখ অর্গানাইজার হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

আইন বিভাগের শিক্ষার্থী মো. ইসতিয়াক এবং সালেমুমন ইসলাম এই টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে প্রথম পরিকল্পনা করে, পরবর্তীতে ল সোসাইসটি এবং আইন বিভাগের শিক্ষকদের প্রচেষ্টায় এই টুর্নামেন্ট আয়োজিত হয়। প্রতি বছর এমন টুর্নামেন্ট আয়োজন করার আশ্বাস দিয়ে এবারের আসরের সমাপ্তি ঘোষণা করেন ড. হাসান আল ফারুক ইমরান।

ইসতিয়াক/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়