ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিতুমীর কলেজে ছাত্র অধিকারের নেতাকে মারধর, নারীকর্মীকে হেনস্তার অভিযোগ

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ২৯ মে ২০২৩   আপডেট: ২২:১৯, ২৯ মে ২০২৩
তিতুমীর কলেজে ছাত্র অধিকারের নেতাকে মারধর, নারীকর্মীকে হেনস্তার অভিযোগ

অভিযুক্ত রিয়াদ মুন্সী ও ভিকটিম নূর মোহাম্মদ সুমন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমনকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের ভিডিও চিত্র মুঠোফোনে ধারণ করায় কলেজ ছাত্র অধিকার পরিষদের নারী সদস্য সুমাইয়া শারমিনকে আটকে রেখে মুঠোফোন ছিনিয়ে নেওয়া ও হেনস্তা করার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

সোমবার (২৯ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।  

ছাত্র অধিকার সূত্রে জানা যায়, কলেজের শহীদ বরকত মিলনায়তনে তিতুমীর কলেজ আর্ট ক্লাবের প্রদর্শনীতে নায়েক নূর ও তার সংগঠন ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাসের সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কলেজের মূল ফটকের বাইরে আসলে কলেজ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াদ মুন্সীসহ কয়েকজন কলেজ ছাত্রলীগ কর্মী নূরের ওপর অতর্কিত হামলা করেন। এ সময় নূরের ওপর বেধরক মারপিট করে ছাত্রলীগ কর্মীরা। পরে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীকে মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে হামলার শিকার নূর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ প্রসঙ্গে অভিযুক্ত রিয়াদ মুন্সীর সঙ্গে কথা বললে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমি মারধর করিনি। উনি ক্যাম্পাসে ছেলেপেলে নিয়ে ঘুরাঘুরি করছিল, আমার এক বন্ধুর সঙ্গে ঝামেলা করেছে। পরে আমি সুন্দরভাবে বুঝিয়ে বলেছি, ভাই ঘুরাঘুরি করিয়েন না, আপনি চলে যান। শুধু শুধু ঝামেলা পাকিয়ে লাভ কী। উনি উল্টো আমাকে বলেন, কেন যাব। আমি বললাম ভাই আপনিও মানুষ, আমিও মানুষ। তারপরও সে যাচ্ছে না। উল্টো আমাকে ধাক্কা দিল।’

হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করে কলেজ ছাত্র অধিকার পরিষদের নারী সদস্য সুমাইয়া শারমিন বলেন, ‘নূরের ওপর হামলার ভিডিও করায় আমাকে প্রায় আধা ঘণ্টার মতো আটক করে রাখে। মোবাইল কেড়ে নিয়ে জোরপূর্বক ভিডিও, ছবিগুলো ডিলিট করানো হয়। অকথ্য ভাষায় গালাগাল করে আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে তারা। আমার হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার সব চেক করেছে তারা, আমি কাউকে ভিডিও পাঠিয়েছি কিনা। আমি যখন বলি, আমাকে আপনারা এভাবে ঘিরে রেখেছেন কেন। তারা বলে, তোমাকে তো দিনের বেলা ঘিরে রেখেছি, রাতের বেলা তো রাখিনি। আমি যখন বলি, আপনারা এভাবে কথা বলছেন কেন। তারা বলে, ডার্লিং তোমার সঙ্গে আর কিভাবে কথা বলবো।’

বিষয়টি নিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, মায়ের অসুস্থতার জন্য ঢাকার বাইরে রয়েছেন। কলেজের মারামারির বিষয়টি নিয়ে তিনি অবগত নন। বিষয়টি নিয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়লের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যায়নি।

ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমনকে মারধর করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিতুমীর কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন, ‘ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে সেটা এখনো আমি জানিনা। আমার কানে এখনো বিষয়টি আসেনি। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে আমি এ ধরনের ঘটনা সাপোর্ট করছিনা। আসলে এ ধরনের মারামারি হওয়া উচিত না। কিন্তু কেন হয়েছে সেটা আগে আমাকে জানতে হবে। আমার মনে হয়না সেরকম কিছু ঘটেছে।’

মামুনূর রহমান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়