ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইবির ডি ইউনিটে আসন প্রতি লড়বে ৭ জন

ইবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ৩ জুন ২০২৩   আপডেট: ২০:৫০, ৩ জুন ২০২৩
ইবির ডি ইউনিটে আসন প্রতি লড়বে ৭ জন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব পদ্ধতিতে ‘ডি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। যেখানে সিট প্রতি লড়বে ৭ জন শিক্ষার্থী। 

শনিবার (৩ জুন) আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, এবারের ভর্তি পরীক্ষায় ৩২০টি সিটের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ২১২৭ জন শিক্ষার্থীর।

এদিকে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আগামী ৫ জুন বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি (আল-কুরআন, আল-হাদিস ও দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ) ও কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা।

এর আগে গত ১০ মে এই ইউনিটের ভর্তি আবেদন শুরু হয়ে শেষ হয় ২১ মে। পরীক্ষাটি মোট ৮০ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

যায়িদ/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়