ঢাকা     রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩১ ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ৩ জুন ২০২৩   আপডেট: ২১:৪৪, ৩ জুন ২০২৩
বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব

বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

শনিবার (৩ জুন) দুপুর ২ টায় পরিদর্শন ও আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে। এ সময় ফুলেল শুভেচ্ছা প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। 

পরিদর্শনে সঙ্গে ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আমিন উল আহসান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. বেলায়েত হোসেন তালুকদার, যুগ্মসচিব (উন্নয়ন-২) সরোজ কুমার নাথ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষকমণ্ডলী, সিনিয়র কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সচিব সোলেমান খান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবরও নেন।

সচিবকে সম্মাননা স্মারক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী-অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক স্মারক সংকলন উপহার দেন উপাচার্য। এছাড়াও পরিদর্শনকালে উপাচার্য ও ট্রেজারার সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে ক্যাম্পাসে স্মারক বৃক্ষরোপণ করেন সচিব সোলেমান খান।

জয়নাল আবেদীন/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়