ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৩ জুন ২০২৩   আপডেট: ২২:৫২, ৩ জুন ২০২৩
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৪৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বরে বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবের উদ্যোগে সম্প্রতি আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।

রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, উদ্বোধক ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতাশমুল আলাম, প্রধান আলোচক ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র একরামুল হক টিটু। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত শারমিন তানিয়া, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও নেতৃবৃন্দ অনেকে উপস্থিত ছিলেন। 

আলোচনা অনুষ্ঠানে বক্তারা ছাত্রলীগের এমন আয়োজনের ভুয়সী প্রশংসা করেন। ‘শুধু ভালো কর্মী হলেই চলবে না, ভালো ছাত্রও হতে হবে’, ছাত্রলীগের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই বাণী স্মরণ করিয়ে দেন উদ্বোধক এহতাশমুল আলম। ছাত্রলীগের এমন আয়োজনের প্রশংসা করে ইতিবাচক কাজে সবসময়ই পাশে থাকার বার্তা দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রও। প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সৌমিত্র শেখর বলেন, আমরা ভালো কাজের সঙ্গে আছি। এ সময় বিশ্ববিদ্যালয়ে ২য় সমাবর্তন আয়োজনের উদ্যোগের কথাও ঘোষণা করেন তিনি। 

পরে বঙ্গবন্ধু কনসার্টে সংগীত পরিবেশন করে ব্যান্ড অ্যাশেজ, কোক স্টুডিওতে গান করা নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিমেষ রায় ও কানিজ খন্দকার মিতু।

রাকিবুল হাসান রাকিব বলেন, ছাত্রবান্ধব ছাত্রলীগ হিসেবে আমরা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে চাই। এমন মেধাবীরাই হবেন স্মার্ট বাংলাদেশের যাত্রার সারথি।

তৈয়ব শাহনূর/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়