ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জবি ছাত্রলীগের বৃক্ষরোপণ 

জবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৫ জুন ২০২৩   আপডেট: ১৭:৩১, ৫ জুন ২০২৩
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জবি ছাত্রলীগের বৃক্ষরোপণ 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ‘গ্রিন উইক’ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করেছে।

সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের নেতৃত্বে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও বৃক্ষরোপণ কমিটির আহবায়ক ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চ ও সামাজিক বিজ্ঞান ভবনের পাশে, শহিদ মিনারের সামনে ও সায়েন্স ফ্যাকাল্টিতে বৃক্ষরোপণ করেন।

বৃক্ষরোপণের সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ এর প্রতিপাদ্য ‘সলিউশন টু প্লাস্টিক পলিউশন’কে বিবেচনায় রেখে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে স্মার্ট-ক্লিন-হেলদি হিসেবে গড়তে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি পালন করেছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পরিবেশ রক্ষায় যে রূপরেখা প্রণয়ন করেছেন এবং কর্মপদ্ধতি গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ।

মেহেদী হাসান/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়