ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিতুমীর কলেজে স্বাধীনতা সংগ্রামী ‘তিতুমীর’কে নিয়ে সেমিনার

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৮ জুন ২০২৩  
তিতুমীর কলেজে স্বাধীনতা সংগ্রামী ‘তিতুমীর’কে নিয়ে সেমিনার

ব্রিটিশ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী সৈয়দ মীর নিসার আলী তিতুমীর প্রসঙ্গে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) কলেজটির শহিদ বরকত মিলনায়তনে অধ্যাপক শিপ্রা রানী মন্ডলের সভাপতিত্বে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম।

প্রধান অথিতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন, ব্রিটিশ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী সৈয়দ মীর নিসার আলী তিতুমীর, যার নামে এই শিক্ষা প্রতিষ্ঠান। যার নাম দিয়ে পরিচয় দিয়ে চলেছি আমরা তিতুমীর কলেজের শিক্ষক-শিক্ষার্থী। এবং এটি একটি স্বনামধন্য কলেজ। তিতুমীর সম্পর্কে জানতাম তবে বিস্তারিত জানার সুযোগ রাষ্ট্রবিজ্ঞান করে দিয়েছে। এজন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে সাধুবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু, শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মামুনূর রহমান/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়