ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুবিতে স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩  
কুবিতে স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের জন্য নির্মিত হয়েছে স্পোর্টস কমপ্লেক্স। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এসময় উপাচার্য বলেন, ‘আমরা শুধু পড়াশুনা, গবেষণায় নয়, ক্রীড়া ক্ষেত্রেও এগিয়ে যেতে চাই। স্পোর্টস কমপ্লেক্সের মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলার ক্ষেত্রে সকল সুবিধা পাবে। আমাদের শিক্ষার্থীদের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য রয়েছে। ভলিবল, ক্রিকেট, ফুটবল, হকি টিমের খেলোয়াড়রা কথা দিয়েছে তারা শিরোপা জয় করার চেষ্টা করবে। শিক্ষার্থীদের খেলাধুলার সুবিধার জন্য ভলিবল মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠে গ্যালারি তৈরির পরিকল্পনাও আমাদের আছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, স্পোর্টস কমপ্লেক্স নির্মাণে বাজেট ছিল ১ কোটি টাকা। তবে কাজ সম্পন্ন হওয়ার পর ৫ লাখ টাকা সেইভ হয়েছে। 

স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. মুশফিকুর রহিম খান বলেন, স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি নতুন মাত্রা সংযোজন হয়েছে। আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা যাবে।  ‍

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আইনুল হক, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস.এম. শহিদুল হাসান, শারীরিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল আলম সহ অন্যান্য কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা।

এমদাদুল হক/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়