ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের আনন্দময় দিন

এস আহমেদ ফাহিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২০:১২, ২৭ সেপ্টেম্বর ২০২৩
নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের আনন্দময় দিন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পঞ্চম বিভাগ হিসেবে পথচলা অণুজীববিজ্ঞান বিভাগের। সেমিস্টারের ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, ল্যাব এই বিভাগের শিক্ষার্থীদের কাছে নিত্যদিনের ঘটনা। ব্যস্ততায় ভরা বিশ্ববিদ্যালয়ের জীবনকে আনন্দময় ও প্রাণবন্ত করতে আয়োজন করা হয়েছিল অণুভোজের।

দিনটি ছিল ১৯ সেপ্টেম্বর, ২০২৩। রোদ, বৃষ্টির মাঝে আয়োজন ঘিরে সকলের মধ্যে বিরাজ করে আনন্দ, উচ্ছ্বাস। প্রাণোচ্ছল হয়ে উঠে সকলে। বিভাগের অনার্সের ৫টি ব্যাচ ও মাস্টার্সের ১টি ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন। কারো বিশ্ববিদ্যালয় জীবনের সমাপ্তির পথে, কেউবা শুরুর পর্যায়ে, কারো মধ্যভাগে। ব্যাচের ভিন্নতা থাকলেও সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজন যেন উৎসবের আমেজে পরিণত হয়।

আয়োজন ঘিরে উচ্ছ্বসিত ছিল সবাই। সকাল থেকে শুরু হয় রান্নার আয়োজন। হরেক রকমের খাবারের পসরা দিয়ে সাজানো হয় প্লেট। দুপুরে খানিক বৃষ্টির আগমনে আয়োজনের ভিন্নতা পায়। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে বিভাগের ৯ম থেকে ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা একে একে জড়ো হতে থাকে। বিভাগের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীরাও এই আয়োজনে শামিল হন। প্রাণবন্ত হয়ে উঠে ভোজন পর্ব।

খাওয়ার পর্ব শেষে চলে ছবি তোলা আর আড্ডা পর্ব। পুকুরপাড়, লাইব্রেরি ভবনের সামনে চলে ছবি তোলার পর্ব। সহপাঠী, সিনিয়র, জুনিয়র, শিক্ষকদের সঙ্গে নিজেদের ছবিবন্দী করতে ব্যস্ত হয়ে পড়ে। খাওয়াদাওয়ার পর্ব শেষে শুরু হয় প্রতিযোগিতা পর্ব। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শুরু হয় শর্ট পিচ ক্রিকেট ম্যাচ। বিভাগের ছেলেদের জন্য এই আয়োজনে ৬টি টিমে ভাগ হয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামে। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সহকারী অধ্যাপক ড. অতুন সাহা ও প্রভাষক নিক্কণ সরকারও এতে অংশগ্রহণ করেন।হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয় বিভাগের ১৩তম ব্যাচ এবং রানারআপ হয় বিভাগের ৯ম ব্যাচ।

বিভাগের মেয়ে শিক্ষার্থীদের জন্য ছিল ভিন্ন আয়োজন। মেয়েদের এই আয়োজনের মধ্যে ছিল বাস্কেটবল নিক্ষেপ, পিলো পাসিং ও ফুটবলে ফ্রি কিক। প্রতিযোগিতায় টানটান উত্তেজনায় নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখে মেয়েরা। বাস্কেট বল নিক্ষেপে প্রথম তাসকিয়া হাসনাত, দ্বিতীয় সুমি এবং তৃতীয় তাসনিম। পিলো পাসিংয়ে প্রথম অনন্যা মজুমদার, দ্বিতীয় সুপ্রীতি বিশ্বাস ও তৃতীয় সানজিদা হোসেন অর্পা। ফ্রি কিকে প্রথম মোর্শেদা, দ্বিতীয় সোহরাত এবং তৃতীয় ফারহানা মনসুর প্রিয়া।

বিকেল থেকে গোলচত্বর যেন অণুজীববিজ্ঞানে বিভাগের শিক্ষার্থীদের পদচারণায় মুখোরিত হয়ে উঠে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। সন্ধ্যায় বসে গানের আসর। নোবিপ্রবির ফাউন্টেনপেন খ্যাত শহিদ মিনারে এই গানের আসর হয়ে উঠে জমজমাট। গানের আসরের প্রধান আকর্ষণ ছিল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.ফিরোজ আহমেদের পরিবেশনা। বিভাগের শিক্ষার্থীরা গানের সুরে সুর মিলায়। বিভাগের শিক্ষার্থীরাও গান পরিবেশন করে।

আয়োজনের শেষ পর্যায়ে চলে পুরস্কার বিতরণী পর্ব। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সহকারী অধ্যাপক ড.অতুন সাহা এবং প্রভাষক নিক্কণ সরকার। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ এই আয়োজনের জন্য বিভাগের ১০ম ব্যাচ ও বিভাগের অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। আগামীতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে  অণুজীববিজ্ঞান পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে আনন্দময় দিনের আয়োজনের সমাপ্তি ঘটে।

লেখক: শিক্ষার্থী, অণুজীববিজ্ঞান বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)
সাধারণ সম্পাদক, নোবিপ্রবি সাংবাদিক সমিতি।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়