ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী বিতর্ক উৎসব

বুটেক্স সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ১ অক্টোবর ২০২৩   আপডেট: ২১:০০, ১ অক্টোবর ২০২৩
বুটেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী বিতর্ক উৎসব

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (বুটেক্সডিসি) নবীনদের বরণ করে নিতে আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপী বিতর্ক উৎসব ‘বুটেক্সডিসি ওয়ান ডে ইন্ট্রা ডিবেট টুর্নামেন্ট’।

‘নতুন-পুরোনো মিলেমিশে এক হয়ে, আসো বিতর্কের আসরে, জ্ঞানের উৎসব করে, নতুনের উদ্যমে আর পুরানোর অভিজ্ঞতায়; কথা নয় যুক্তি-তর্কের আবেগে সত্যকে ছিনিয়ে আনতে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম ব্যাচের বিতার্কিক এবং নবীনতম ৪৮তম ব্যাচের উদ্যমী বিতার্কিকদের নিয়ে আগামী ৬ অক্টোবর আয়োজিত হতে যাচ্ছে বুটেক্সডিসির ঐতিহ্যবাহী এই আয়োজন।

এই বিতর্কে অংশগ্রহণ করবে বুটেক্সের ৪৭ ও ৪৮তম ব্যাচের শিক্ষার্থীরা। প্রথম ট্যাব রাউন্ডে স্কোরের ওপর ভিত্তি করে নির্বাচিত দলসমূহ নিয়ে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের বিজয়ীদের নিয়ে সেমিফাইনাল ও পরবর্তীতে বিজয়ীদের নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পুরো আয়োজনটিই হতে যাচ্ছে ৬ অক্টোবর শুক্রবার দিনব্যাপী।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/2W34mWTaegL8crUG8

সাজ্জাদুর রহমান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়