ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

বাকৃবিতে বৃহত্তর রাজশাহীর বার্ষিক সভা অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ৩০ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:৩৩, ৩০ নভেম্বর ২০২৩
বাকৃবিতে বৃহত্তর রাজশাহীর বার্ষিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর রাজশাহী সমিতির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে ডেয়রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হান হাবিব ও সাধারণ সম্পাদক হিসেবে মীযানুর রহমান আল-মাহদী মনোনীত হয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কৃষি অনুষদের কৃষিতত্ত্ব গ্যালারিতে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

৫৫ জন সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো.রেজাউল করিম, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিনা) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মঞ্জুরুল আলম মণ্ডল এবং অতিরিক্ত ট্রেজারার কৃষিবিদ মো. আতিকুজ্জামান (রয়েল)। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন একোয়া কালচার বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলে রোহানী।

এছাড়া কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে মো. সায়মন পারভেজ, নওশিন ফাতিমা, মো.রুহুল মিয়া, আল শাহরিয়ার নাফিজ, মো. ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোসা. জান্নাতুন ফিজা, হাসান শাহরিয়ার জয়, মো.সাব্বির আহম্মেদ, মো. ফয়সাল আহমেদ, মো. জাহিদ হাসান , সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো.আব্দুর রউফ, সাদিক মাহমুদ শিহাব, মোঃ আল হাসিম, মো. জোবায়ের ইসলাম ও ইশতিয়াক আহমেদ শুভ, দপ্তর সম্পাদক হিসেবে মো অয়েশ কুরনী, প্রচার সম্পাদক মো. নাজমুস সাকিব মনোনীত হয়েছেন। এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে বিভিন্ন অনুষদ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে।

এসময় সদ্য মনোনীত সভাপতি অধ্যাপক ড. রায়হান হাবিব বলেন, নবগঠিত কমিটির সভাপতি হিসেবে আমি প্রত্যাশা করি সমিতিকে নিজের মনে করে সব সদস্যই যেনো নিজেদের কার্যক্রমে সর্বদা এগিয়ে আসে। বৃহত্তর রাজশাহী সমিতির আগত নবীনদের আবাসন সংকট নিরসনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। বৃহত্তর রাজশাহী সমিতিকে শুধুমাত্র বাকৃবিতে সীমাবদ্ধ না রেখে ময়মনসিংহের অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের রাজশাহী এলাকার সদস্যদের সঙ্গে সংযোগ স্থাপনের সর্বোচ্চ চেষ্টা করব।

/লিখন/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়