ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইবিতে শাপলা ফোরামের নতুন কমিটি গঠন

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৪ ডিসেম্বর ২০২৩  
ইবিতে শাপলা ফোরামের নতুন কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন সভাপতি এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় সংগঠনটির নির্বাচিত প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা ফোরামের কার্যনির্বাহী নির্বাচন পরিষদ-২০২৩ এর আহবায়ক অধ্যাপক মিজানুর রহমান।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গনিত বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন এবং কোষাধ্যক্ষ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, ইসলামের ইতিহাস ও সস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল এবং পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

শাপলা ফোরামের নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়কে স্মার্ট করে গড়ে তুলতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করব।

/ইদুল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়