ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাবির আইবিএ ভবনের‌ নতুন জায়গা বরাদ্দ

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ৫ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১২:৩১, ৫ ডিসেম্বর ২০২৩
জাবির আইবিএ ভবনের‌ নতুন জায়গা বরাদ্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভবন নির্মাণের জন্য নতুন জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। আগের জায়গাটিতে গাছ কেটে নির্মাণ কাজ শুরুর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নতুন জায়গা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন জায়গাটি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশে হটার্স নার্সারি সংলগ্ন এলাকায় অবস্থিত। ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এ জায়গাটির দূরত্ব ৯৩ ফিট। শিক্ষার্থীদের যোগাযোগের সুবিধার্থে মীর মশাররফ হোসেন হলের পেছনে লেকের উপর একটি সেতু নির্মাণ করা হবে। ইন্সটিটিউটের সংযোগ সড়কটি মীর মশাররফ হোসেন হলের পাশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল সড়কের সঙ্গে যুক্ত হবে।

সিন্ডিকেট সভায় নেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে আইবিএ ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৩ মে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার পেছনে ‘সুন্দরবন’ নামক স্থানে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভবন নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে গত ১ অক্টোবর (বুধবার) সেখানে গাছ কেটে নির্মাণ কাজ শুরু করলে প্রতিবাদ জানায় বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের শিক্ষার্থীরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শিক্ষার্থীরা আইবিএ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলে। ফলে আইবিএ ভবনের কাজ কার্যত বন্ধ হয়ে যায়।

/আহসান/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়