ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

পবিপ্রবি ও ব্র্যাকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

পবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ৬ ডিসেম্বর ২০২৩  
পবিপ্রবি ও ব্র্যাকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও ব্র্যাক এআই এন্টারপ্রাইজের মধ্যে গবাদি পশুর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ বিষয়ক এক সমঝোতা চুক্তি (নবায়ন) স্বাক্ষর হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, অধ্যাপক ড. মো. কাওসার নিয়াজ বিন সুফিয়ান, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ডিজিএম ড. ফারুকুল ইসলাম, ম্যানেজার ডা. মতিউর রহমান।

এতে সভাপতিত্ব করেন জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শারমীন আক্তার।
পবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু এবং ব্র্যাকের পক্ষে ডিজিএম ড. ফারুকুল ইসলাম।

এ সমঝোতা স্বাক্ষরের (নবায়নের) ফলে ব্র্যাকের কৃত্রিম প্রজনন কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা ব্র্যাকের সঙ্গে ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ পাবে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘এই প্রশিক্ষণের ফলে গবাদি প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধির দ্বার উন্মোচিত হবে।’

এসময় জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আনিসুর/মেহেদী/

আরো পড়ুন  



সর্বশেষ