ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবির ভর্তি পরীক্ষা ৫ মার্চ

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ১১ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৪:৫৪, ১১ ডিসেম্বর ২০২৩
রাবির ভর্তি পরীক্ষা ৫ মার্চ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছর ৫ মার্চ শুরু হবে। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ মার্চ ভর্তি পরীক্ষা শুরু হবে। চলবে ৭ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংগ্রহণের জন্য ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে প্রাথমিক আবেদনপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বছরের ন্যায় এবারও দ্বিতীয়বার আবেদনের সুযোগ থাকছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানানো হবে বলে।

জানতে চাইলে জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে রাইজিংবিডিকে বলেন, আজ সোমবার ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণসহ তিনটি বিষয়ে মিটিং হয়েছে। গতবারের মতো ভর্তিচ্ছুদের পরীক্ষায় অংগ্রহণের জন্য দুই ধাপে আবেদন করতে হবে। ৫৫ টাকা ফি দিয়ে ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারির মধ্যে প্রাথমিক আবেদনপত্র জমা দিতে হবে। এরপর বাছাই শেষে নির্বাচিত হলে পরীক্ষার্থীকে নির্ধারিত ফি দিয়ে চুড়ান্ত আবেদন করতে হবে। এবারও সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের সংখ্যা নিদ্দিষ্ট থাকবে কিনা জানতে চাইলে তিনি রাইজিংবিডিকে বলেন, হ্যাঁ অংশগ্রহণকারীদের সংখ্যা নিদ্দিষ্ট থাকবে। তবে আজ ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। এ মাসের শেষের দিকে পরীক্ষা নিয়ে ভর্তি উপ-কমিটির মিটিং হবে। সেখানে কতজন পরীক্ষায় অংগ্রহণ করতে পারবে, কত টাকা ফি নির্ধারণ করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

/শাকিবুল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়