ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি-সম্পাদক নির্বাচিত

সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ৯ জুন ২০২৪   আপডেট: ২২:১৭, ৯ জুন ২০২৪
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি-সম্পাদক নির্বাচিত

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১৪ পদের জন্য ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

রোববার (৮ জুন) বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে  বিকাল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার হাসান মেহেদী বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার ইমরান মাহমুদ, সাকিব আল হাসান, সাংবাদিক সমিতির উপদেষ্টা ইউসুফ হাওলাদার, প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াছিন মোল্লা প্রমুখ।

নির্বাচনে সভাপতি পদে  দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দৈনিক সবুজ বাংলা পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আকবর চৌধুরী নির্বাচিত হন।

সংগঠনের সহ-সভাপতি পদে সাদিয়া ইসলাম তিশা (মোহনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক আশিকা জান্নাত (সাপ্তাহিক শীর্ষ খবর), সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম (ঢাকা টাইমস),দপ্তর সম্পাদক অবন্তিকা সাহা (ইনফো বাংলা), অর্থ সম্পাদক আবিদ হোসেন স্মরণ (বৈশাখী নিউজ), প্রচার প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম (দৈনিক স্বদেশ বিচিত্রা), তথ্য ও শিক্ষা সম্পাদক শহিদুল্লাহ সাদ (দৈনিক নতুন দিগন্ত), নারী বিষয়ক সম্পাদক জিনিয়া ঐশ্বর্য (এটিএন বাংলা) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ফাহিমুল ইসলাম (এই সময়), সব্বির হাওলাদার (দৈনিক সংবাদ উন্মোচন), রহিমা বেগম স্মৃতি (দৈনিক বাংলা চোখ), আব্দুল আউয়াল (দৈনিক কলম কথা) নির্বাচিত হয়েছেন।

/ইয়াছিন/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়