ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোটা বহালের পক্ষে হাবিপ্রবি ছাত্রলীগ

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ৩ জুলাই ২০২৪  
কোটা বহালের পক্ষে হাবিপ্রবি ছাত্রলীগ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কোটা বহালের পক্ষে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে হাবিপ্রবি ছাত্রলীগ। 

বুধবার (৩ জুন) বেলা ১২টায় হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন আকাশ ও সাধারণ সম্পাদক এমএম মাসুদ রানা মিঠুর নেতৃত্বে এ মিছিল  করে নেতাকর্মীরা।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে প্রশাসনিক ভবন ও ডিভিএম গেইট হয়ে ক্যাম্পাস সংলগ্ন বাঁশেরহাট এলাকা প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন হাবিপ্রবি ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন আকাশ বলেন, মুক্তিযোদ্ধারা যেহেতু যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। সুতরাং সরকার থেকে তারা কিছু কিছু সুযোগ সুবিধা পাবে, এটাই কাম্য । আর সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা যাচাই-বাছাই করেই নিয়েছে। আমরা হাবিপ্রবি ছাত্রলীগ সরকারের সে সিদ্ধান্তকে স্বাগত জানাই।

/সংগ্রাম/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়