ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জবি শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ১৫ জুলাই ২০২৪  
বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জবি শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে ২টার দিকে জবির কাঁঠালতলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল নিয়ে প্রধান ফটক দিয়ে বের হয়ে টিএসসি অভিমুখে যাত্রা করেন। পরে সাড়ে ৩টার দিকে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে তারা যুক্ত হন।

এ সময় শিক্ষার্থীরা—‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’সহ নানা স্লোগান দিতে থাকেন।

কোটা সংস্কার আন্দোলনের জবির সমন্বয়ক মেহেরুন্নেসা নিদ্রা বলেন, ‘আজ আমাদের পূর্বঘোষিত কোনো কর্মসূচি ছিল না। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের সাধারণ শিক্ষার্থীদের মনে আঘাত করেছে। এরই প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করছি।

উল্লেখ্য, রোববার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন করা হলে কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/লিমন/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়