ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবিতে সংঘর্ষ: জবির ২৫ শিক্ষার্থী আহত

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ১৫ জুলাই ২০২৪   আপডেট: ২২:১০, ১৫ জুলাই ২০২৪
ঢাবিতে সংঘর্ষ: জবির ২৫ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। 

সোমবার (১৫ জুলাই) বিকেলে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘাত ছড়িয়ে পড়লে এ আহতের ঘটনা ঘটে।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস থেকে দুপুর ২টার দিকে প্রায় ৬০০ শিক্ষার্থীর একটি মিছিল ঢাবি ক্যাম্পাসে আসে। তারা রাজু ভাস্কর্যের পাদদেশে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের' প্লাটফর্ম থেকে প্রধানমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহারের দাবির কর্মসূচিতে অংশ নেন। পরে বিকেলের দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বাঁশ, লাঠি ও রড নিয়ে হামলা করেন। এতে ঢাবি, জবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অন্তত ২৫০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে জবির অন্তত ২৫ জন শিক্ষার্থী রয়েছে বলে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: ঢাবির শহীদুল্লাহ হল এলাকায় সংঘর্ষ

ঘটনার প্রত্যক্ষদর্শী জবির এক শিক্ষার্থী বলেন, আমরা রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। একপর্যায়ে সূর্য সেন হলে আন্দোলনকারীদের আটকে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা সেদিকে যেতে থাকি। কিন্তু ঢাবির ভিসি চত্বরের সামনে হেলমেট পরিহিত এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে ছাত্রলীগের কর্মীরা।

জবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নূরনবী সিদ্দিক জানান, মেয়েদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তাদের সামনে কয়েকজন দাঁড়িয়ে গেলে আমাদের বাঁশ দিয়ে এলোপাথাড়ি পেটানো শুরু করে ছাত্রলীগের কর্মীরা। আমরা হামলা থেকে বাঁচার জন্য বাসের মধ্যে আশ্রয় নেই। পরে সেখান থেকে নামার সময়ও এক এক করে আমাদের তারা মারতে থাকে। 

তিনি বলেন, ছাত্রলীগের হামলায় জবির ২৫ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। আহত কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজে ও বাকিদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

/লিমন/মেহেদী/

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়