ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে জাবিতে বৃক্ষরোপণ

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ১১ আগস্ট ২০২৪  
জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে জাবিতে বৃক্ষরোপণ

৩৬ দিনব্যাপী বৈষম্যবিরোধী জুলাই বিপ্লব ও স্বৈরাচার পতনের আন্দোলনে শহিদদের স্বরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৭টি বৃক্ষরোপণ করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের পার্শ্ববর্তী এলাকায় এ ৩৭টি বৃক্ষরোপণ করেন জাবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশাজীবীরা।

আয়োজকরা বলেন, আর্দশ, বিপ্লব চিরজীবী। শহিদরা আমাদের কাছে অমর। বৈষম্য, শোষণ ও গণহত্যার মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে শায়িত বীর সন্তানরা যুগে যুগে আবু সাইদ, আকরাম, মুগ্ধসহ ভিন্ন ভিন্ন নামে উদিত হন। মা-মাটি, মানুষ আজ স্বাধীনতার যে নির্মল নিঃশ্বাস নিচ্ছেন, তার অক্সিজেন হচ্ছে বাংলার মাটিতে সংগঠিত সব বিপ্লবের শহীদরা।

এ সময় ৪৬ ব্যাচের শিক্ষার্থী জাকিরুল ইসলাম বলেন, আজ স্বাধীনতার যে নিঃশ্বাস নিচ্ছি তার অক্সিজেন হচ্ছে এই শহীদরা। তাদের আত্বত্যাগেই আমরা সুন্দর দেশ পেয়েছি। তারা আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন। দেশের প্রতিটি নাগরিককে আমাদের অর্জিত স্বাধীনতা রক্ষা করতে সোচ্চার থাকতে হবে। সবাই মিলে একসঙ্গে দেশটাকে সংস্কার করে সকল প্রকার বৈষম্য, জুলুম, নিপীড়ন ও দূর্নীতিমুক্ত, শান্তি ও সম্প্রীতির গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি। যেন আর কোনো স্বৈরাচারের হাতে আবু সাইদ, মুগ্ধ, আকরামদের জীবন বিসর্জন না দিতে হয়।

শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদেরকে চির স্মরণীয় করে রাখতে এ কর্মসূচিতে যোগদানের জন্য রসায়ন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী জাকিরুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন।

/আহসান/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়