ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবিতে প্রথম বর্ষের ভর্তি শুরু মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৪:০৭, ৮ সেপ্টেম্বর ২০২৪
রাবিতে প্রথম বর্ষের ভর্তি শুরু মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির প্রথমবর্ষের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। ভর্তিকৃত এসব নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ২২ সেপ্টেম্বর শুরু হবে বলে জানা গেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিটের (বাণিজ্য) চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান।

তিনি বলেন, আগামী ১০ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষের স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম শুরু হবে এবং আগামী ২২ সেপ্টেম্বরে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

ভর্তি কার্যক্রম কতদিন চলবে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সিট ফাঁকা থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলছে।

এর আগে, ১ জুলাই থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছিল। তবে পেনশনসংক্রান্ত নতুন নীতিমালা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে তা পেছানো হয়েছিল। তখন বলা হয়েছিল, ১৫ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। তবে পেনশন সংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়নে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত হয়ে যায়।

/ফাহিম/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়