ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

হাবিপ্রবির ৯ হলের দায়িত্বে যারা

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১২ সেপ্টেম্বর ২০২৪  
হাবিপ্রবির ৯ হলের দায়িত্বে যারা

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) হলগুলোতে নতুন হল সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত নয়টি পৃথক বিজ্ঞপ্তিতে নয় হলে হল সুপার নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এর আগে, গত ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পলায়ন করলে হাবিপ্রবির উপাচার্যসহ বিভিন্ন দায়িত্বে থাকা শিক্ষকবৃন্দ পদত্যাগ করেন। সঙ্গে হল সুপারগণও পদত্যাগ করেন।

এসব শূন্য পদে নিয়োগ পেয়েছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের অধ্যাপক ড. আবু খায়ের মোহা. মুক্তাদিরুল বারী চৌধুরী, তাজউদ্দিন আহমেদ হলে এগ্রোফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড.মো. শোয়াইবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান, শেখ রাসেল হলে ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁঞা, আইভি রহমান হলে এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. মো.সহিদুল ইসলাম, কবি সুফিয়া কামাল হলে এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ মণ্ডল, শেখ সায়েরা খাতুন হলে জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ এবং ইন্টারন্যাশনাল হলে এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. আদনান আল বাচ্চু।

তারা প্রত্যকেই নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিন বছর মেয়াদে নিয়োগ পেয়েছেন এবং বিধি মোতাবেক তারা সংশ্লিষ্ট  ভাতা ও অন্যান্য সুযোগ -সুবিধা প্রাপ্য হবেন।

/সংগ্রাম/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়