ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন রাবি শিক্ষার্থীরা

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:৪৯, ৩০ অক্টোবর ২০২৪
উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন রাবি শিক্ষার্থীরা

উপাচার্যের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন অনুষদে সেমিস্টার পদ্ধতি বাতিল করে পুনরায় বর্ষ পদ্ধতি চালুর দাবিতে অনশনরত শিক্ষার্থীরা।

অনশন শুরুর ২ ঘণ্টা পর বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১ টা ২০ মিনিটে তারা কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণি কক্ষে ফিরেছেন।

এর আগে, সকাল সাড়ে ১১টায় আইন অনুষদে সেমিস্টার পদ্ধতি বাতিল করে পুনরায় বর্ষ পদ্ধতি চালুর দাবিতে আমরণ অনশনে বসেন অনুষদের ‘আইন বিভাগ’ এবং ‘আইন ও ভূমি প্রশাসন’ বিভাগের ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, ইয়ারে কামবাক‍‍’, ‍‘জেগেছে রে জেগেছে, আইন অনুষদ জেগেছে‍‍’, ‍‍‘সেমিস্টারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন‍‍’, ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে‍‍’ প্রভৃতি স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাহবুব হাসান বলেন, ‘আইন অনুষদের উপর আগের প্রশাসন জোর করে সেমিস্টার পদ্ধতি চাপিয়ে দিয়েছে। আমাদের অনেক বড় একটা পাঠ্যসূচি। সেটা পড়াশোনা করার জন্য সেমিস্টারের তিন-চার মাস যথেষ্ট সময় না।’

তিনি বলেন, ‘আমাদের সেমিস্টারে যাওয়ার জন্য যথেষ্ট শিক্ষক ও অবকাঠামো প্রয়োজন, যা নেই। এজন্য সেমিস্টার থেকে বর্ষ পদ্ধতিতে ফিরতে চাচ্ছি। এ দাবি আদায়ের জন্য আজ থেকে আমরা আমরণ অনশনে বসছি। যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে, ততদিন আন্দোলন চালিয়ে যাব।’

এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘আমি দ্রুত সময়ের মধ্যে একটা জরুরি অ্যাকাডেমিক কাউন্সিল ডাকব বলে অনশরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি। অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়টি আবারও উত্থাপন করব। তারপর কাউন্সিল থেকে তাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব।’

/ফাহিম/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়