ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাবিপ্রবিতে ছাত্র সমাবেশ

সিনিয়র রাজনীতিবিদরা তরুণ প্রজন্মের ত্যাগকে অবজ্ঞা করছেন: হাসনাত

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪১, ৭ নভেম্বর ২০২৪
সিনিয়র রাজনীতিবিদরা তরুণ প্রজন্মের ত্যাগকে অবজ্ঞা করছেন: হাসনাত

সিনিয়র রাজনীতিবিদরা তরুণ প্রজন্মের ত্যাগকে অবজ্ঞা করছেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নুর হোসেন মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ কথা বলে।

এতে আরও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ লিওন, তারিকুল ইসলাম, সারজিস আলম প্রমুখ।

শিক্ষার্থীদের উদ্দেশ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘নেতৃত্ব তৈরির জন্য ছাত্র সংসদ চালু করতে হবে। প্রতিবছর ছাত্র সংসদের নির্বাচন করলেই কেবল সুষ্ঠু নেতৃত্ব তৈরি সম্ভব। কেউ যদি দলীয় মনোনয়ন নিয়ে কোনো ক্ষমতায় যান কিংবা চেয়ারে বসেন, তিনি শুধু তার ঊর্ধ্বতনদের সন্তুষ্ট করারই চেষ্টা করবেন।’

তিনি বলেন, ‘লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নির্দিষ্ট পক্ষের স্বার্থকে বাস্তবায়নের চেষ্টা করে। এটি  বিশ্ববিদ্যালয়ের আসল উদ্দেশ্য নয়। বিশ্ববিদ্যালয় আমাদের যুগের পর যুগ এগিয়ে নিতে পারে।’ ভবিষ্যতে তিনি হাবিপ্রবিকে বাংলাদেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে দেখার প্রত্যয় ব্যাক্ত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই  মধ্যবিত্ত পরিবারের। তারা রাষ্ট্র সংস্কারের জন্য ভর্তি পরীক্ষা দিয়ে পড়তে আসেন না। তারা নিজের ও পরিবারের হাল ধরতে আসেন। তবে সময়ের প্রয়োজনের বিষয়টি ভিন্ন কথা। ৫ আগস্টের পর একটা জেনারেশন কনফ্লিক্ট দেখা যাচ্ছে। সিনিয়র রাজনীতিবিদরা তরুণ প্রজন্মের ত্যাগকে অবজ্ঞা করছেন।’

তিনি বলেন, ‘কোনোভাবে যদি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা ক্ষমতায় আসে, তাহলে প্রথমেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেকে টার্গেট করবে।’

/সংগ্রাম/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়