ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ২০ নভেম্বর ২০২৪   আপডেট: ০০:৫২, ২১ নভেম্বর ২০২৪
লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এছাড়া লিখিত ও এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গিয়াস উদ্দিন বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের (দ্বিতীবার পরীক্ষা) সুযোগ থাকছে না। এবার দুই পদ্ধতিতেই পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় থাকবে ৪৮ নম্বর এবং এমসিকিউতে থাকবে ২৪ নম্বর। এছাড়া এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর থাকবে ২৮ নম্বর।”

তিনি বলেন, “সব মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হবে।”

গিয়াস উদ্দিন আরও বলেন, “আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট (চারুকলা অনুষদ), ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (কলা অনুষদ), ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (ব্যবসা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

মহামারী করোনার পর গেল তিন শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা গুচ্ছের মাধ্যমে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নতুনভাবে মানবণ্টন করে এবার লিখিত ও এমসিকিউ পরীক্ষার চালুর সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়