ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহিদ নিলয় স্মরণে পাবিপ্রবিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৪২, ২৩ নভেম্বর ২০২৪
শহিদ নিলয় স্মরণে পাবিপ্রবিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ মাহবুব হাসান নিলয় স্মরণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল। অনুষ্ঠানের শুরুতে ক্রীড়া পতাকা উত্তোলন করেন তিনি।

এ সময় উপাচার্য বলেন, “মাহবুব হাসান নিলয়ের মতো ১৩ বছরের একটি শিশুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ প্রমাণ করে, ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছর ধরে জঘন্যতম বর্বর খুন-গুম-সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তারা জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করেছে। ফলে জনগণ মাঠে নেমে আসে।

তিনি বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে পাবনা অন্যতম ভূমিকা পালন করেছে। এ আন্দোলন থেকে আমাদের শিক্ষা নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। শহিদ নিলয়ের আদর্শ শিক্ষার্থী তথা দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে হবে।”

উপাচার্য আরও বলেন, “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পাবনা শহরকে আমি সারা বিশ্বের কাছে চেনাতে চাই। যদি সবাই একসঙ্গে কাজ করি, তাহলে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বিশ্বে ছড়িয়ে পড়বে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনার আরেক শহিদ জাহিদের নামে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ে আমরা প্রাণ ফেরাতে চেষ্টা করেছি। এ টুর্নামেন্টের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় যেন প্রাণ ফিরে এসেছে। আমি সবাইকে অনুরোধ করছি, খেলায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদি ঘটে, তাহলে শহিদকে অপমান করা হবে।”

“প্রত্যেক মানুষের উচিত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা। পরিশ্রমের বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী সবাইকে পরিশ্রম করতে হবে। সবার কাছে আমার এটাই প্রত্যাশা,” যুক্ত করেন অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে ও ইশরাক ফাতিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ও অর্থনীতি বিভাগের শিক্ষক এনামুল হক। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ৩-২ গোলে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে।

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ২১টি দল অংশ গ্রহণ করবে। দ্বিতীয় রাউন্ডে ১৬টি দল এবং তৃতীয় রাউন্ড তথা কোয়ার্টার ফাইনালে আটটি দল খেলবে। কোয়ার্টার ফাইনালে বিজয়ী চারটি দল সেমিফাইনালে খেলবে। আগামী ৭ ডিসেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহিদ হন পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বেতেপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ১৩ বছর বয়সী ছেলে মাহবুব হাসান নিলয়।

ঢাকা/শাহীন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়