ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের গল্প প্রতিযোগিতা শুরু

ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৩০ নভেম্বর ২০২৪  
জাতীয় বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের গল্প প্রতিযোগিতা শুরু

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দপ্তর সম্পাদক সফিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। গল্প মুক্তিযুদ্ধ বিষয়ক হতে হবে। দুটি বিভাগে আয়োজিত এ প্রতিযোগিতায় সারাদেশের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ক-বিভাগে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা এবং খ-বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

শর্ত হিসেবে বলা হয়েছে, প্রতিযোগিতার জন্য অবশ্যই মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বরচিত, অপ্রকাশিত গল্প হতে হবে। অনূর্ধ্ব ৮০০ শব্দের গল্পের শুরুতে #BTCLF_NU_Branch_Story_2024 হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। গল্পের শেষে নিজের নাম, ঠিকানা উল্লেখ করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। এছাড়া পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিযোগিতা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। উভয় বিভাগ থেকে নির্বাচিত তিনজন করে বিজয়ীদের বই ও সনদপত্র প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচিত লেখাগুলো আয়োজকদের পক্ষ থেকে জাতীয় দৈনিকে প্রচার করা হবে। এছাড়া বিস্তারিত জানা যাবে শাখার ফেসবুক পেজে।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র বলেন, “এ প্রতিযোগিতা নতুন লেখকদের আত্মপ্রকাশের সুযোগ করে দেবে এবং তাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ করবে। আমি সবাইকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।”


সর্বশেষ

পাঠকপ্রিয়