ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৪, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:০৫, ৭ ডিসেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্রীদের আন্তঃহল উপাচার্য কাপ হ্যান্ডবল এবং ছাত্রদের আন্তঃহল উপাচার্য কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ছাত্রীদের আন্তঃহল হ্যান্ডবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও বেগম খালেদা জিয়া হলের ছাত্রীরা। ৩০ মিনিটের খেলায় প্রথমার্ধে ফজিলাতুন্নেছা মুজিব হলের খেলোয়াড় ইয়ো-ইয়ো সিং মারমার দুই গোল করেন। দ্বিতীয়ার্ধে বেগম খালেদা জিয়া হলের খেলোয়াড় সাদিয়া আক্তার মুমু একটি গোল করতে সক্ষম হয়। নির্ধারিত সময় শেষে বেগম খালেদা জিয়া হলকে ২-১ গোলে পরাজিত করেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা।

ছাত্রীদের নিয়ে এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বেগম খালেদা জিয়া হলের খেলোয়াড় ফারহানা রিথী বলেন, “বিশ্ববিদ্যালয়ে হল পর্যায়ে এমন হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। পরিপূর্ণ সুযোগ-সুবিধা এবং খেলাধুলার পরিবেশ পেলে আমরা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়েও অবদান রাখতে পারব।”

এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছাত্রদের আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং শহীদ সালাম বরকত হলের ছাত্ররা। ৪০ মিনিটের নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ৪-৩ গোলে জয়ী হয়।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় টুর্নামেন্টে সভাপতিত্ব করছেন প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ফাইনাল পর্বের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামবে।

ঢাকা/সাব্বির/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়