ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় প্রায় ৩৭ লাখ টাকা দিলো জাবি

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৮ ডিসেম্বর ২০২৪  
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় প্রায় ৩৭ লাখ টাকা দিলো জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে ৩৬ লাখ ৯৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। 

রবিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে জাবি প্রশাসনের পক্ষ থেকে এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিপ্লব চলমান প্রক্রিয়া, দেশ গঠনের এখনো অনেক কাজ বাকি। আশা করি, আন্দোলনে অবদান রাখা সকলে মিলে ঐক্য তৈরি করে আমাদের পথ দেখাবে। জুলাই-আগস্ট আন্দোলনে ঐক্যের মাধ্যমেই ফ্যাসিস্টের পতন হয়েছে। সবার সহযোগিতায় দেশ এগিয়ে যাবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, হল প্রাধ্যক্ষগণ, চিফ মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৩৫ জন শিক্ষার্থী, একজন শিক্ষক ও কর্মচারীর নিকট আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

ঢাকা/আহসান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়