ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রুয়েটে আলোকচিত্র প্রদর্শনী

রুয়েট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১৬ ডিসেম্বর ২০২৪  
রুয়েটে আলোকচিত্র প্রদর্শনী

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ফটোগ্রাফিক সোসাইটি অফ রুয়েট (পিএসআর) আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) রুয়েটের ক্যাফেটেরিয়ায় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ।

এ সময় রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো রবিউল ইসলাম সরকার প্রদর্শনী ঘুরে দেখেন এবং শহীদদের স্মৃতি স্মরণ করেন।

তিনি বলেন, ‘‘একাত্তরের বিজয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ছিল অনস্বীকার্য। বিজয়ের দ্বারপ্রান্তে এসে একটি জাতির শ্রেষ্ঠ মেধাবীদের নৃশংসভাবে হত্যার নজির খুবই কম আছে।’’ 

বিজয়ের দ্বারপ্রান্তে এসে তাদের এই আত্মত্যাগ তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, ‘‘শিক্ষার্থীদের এই ধরনের যেকোনো কাজকে রুয়েট প্রশাসন সর্বদা সাধুবাদ জানায়। ভবিষ্যতে চব্বিশের চেতনাকে উজ্জীবিত রাখতে এই ধরনের প্রোগ্রাম গুরুত্বের সাথে আয়োজন করা হবে।’’

প্রদর্শনীতে শহীদ বুদ্ধিজীবীদের বিভিন্ন স্থিরচিত্রসহ জুলাই বিপ্লবের বেশকিছু ছবিও স্থান পেয়েছে। 

ঢাকা/মাহফুজ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়