ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের ছাত্র হলের ডাইনিং বন্ধ, ভোগান্তি

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ১২ জানুয়ারি ২০২৫  
যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসের ছাত্র হলের ডাইনিং বন্ধ, ভোগান্তি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্র হলের ডাইনিং বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে শিকার হচ্ছেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের আবাসিক শিক্ষার্থীরা। 

জানা গেছে, গত ১ জানুয়ারি থেকে হলটির ডাইনিং বন্ধ। ক্যাম্পাসে খাবারের দোকান বা ক্যান্টিন না থাকায় শিক্ষার্থীদের যেতে হচ্ছে পাশের বাজারে। ক্যাম্পাস থেকে বাজারের দূরত্ব বেশি হওয়ায় অপচয় হচ্ছে সময়ও। বাজারে খাবারের দাম তুলনামূলক বেশি হওয়ায় তারা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

ছাত্র হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, হলের ডাইনিং বন্ধ হওয়ায় তারা চরম সমস্যায় পড়েছে। প্রতি বেলা খাবারের পেছনে ছুটতেই অনেক সময় ও অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে। আর বাইরে বারবার যাতায়াতে ব্যাঘাত ঘটছে পড়াশোনায়ও।

হিরন হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, “হল পরিদর্শনে এসে উপাচার্য স্যার ডাইনিংয়ে উন্নত মানের খাবার সরবরাহের আশ্বাস দিলেও এখনো তা দৃশ্যমান হয়নি। এতদিন ডাইনিংয়ের কর্মচারীদের বেতন আমরা শিক্ষার্থীরা চাঁদা তুলে বহন করতাম। যার পরিমাণ প্রায় ২০ হাজার টাকা। উর্ধ্বমূল্যের বাজারে এভাবে আর সম্ভব না। প্রশাসন সবকিছু দেখেও না দেখার ভান করছে।”

আরেক শিক্ষার্থী মো. মাহদী মোর্তজা বলেন, “আমরা আশা করছি দ্রুত এ সমস্যার নিরসন হবে। অতি দ্রুত বিশ্ববিদ্যালয় থেকে ডাইনিংয়ে বেতনভুক্ত কর্মচারী নিয়োগ চাই। হলের ফান্ড থেকে একটা অংশ খাবারের ভর্তুকি হিসেবে চাই। খাবারের পিছনে এত সময় নষ্ট করলে পড়াশোনা করবো কখন? আমরা প্রাধ্যক্ষ স্যারকে জানিয়েছি, ডিন অফিসে লিখিত দিয়েছি। কিন্তু আজো কোন প্রতিকার পাইনি।”

এ বিষয়ে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমীন বলেন, “এসব বিষয় প্রাধ্যক্ষরা দেখবেন, আমি না।”

হল প্রাধ্যক্ষ ড. আব্দুল হালিম বলেন, “কর্তৃপক্ষকে বিষয়টি বলেছি। বিশ্ববিদ্যালয় থেকে আপাতত একজন বাবুর্চি নিয়োগ অর্ডার হয়েছে। শীঘ্রই তিনি কাজে যুক্ত হবেন। কিন্তু ডাইনিং পরিচালনার জন্য বাবুর্চিসহ অন্তত তিনজন কর্মচারী দরকার, যা কর্তৃপক্ষকে পুনরায় জানিয়েছি।”

ঢাকা/ইমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়